নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই শুভেচ্ছা, মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল জীবিত ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ও অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান প্রাং-এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের অর্জনকে সমুন্নত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন
প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, মুনসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, গণমাধ্যম কর্মী প্রমুখ।
আপনার মতামত লিখুন :