ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের স্কুল হ্যন্ডবল খেলা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৪:১৩ পিএম

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের স্কুল হ্যন্ডবল খেলা অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে হ্যন্ডবল টুর্নামেন্টের আয়োজন করে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিস ।সোমবার ৩রা নভেম্বর সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী খেলায় উপজেলার বিভিন্ন স্কুল অংশগ্রহণ করেন ।
ফাইনালে স্বাগতিক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় ৪-২ গোলে বাউরবাগ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী করেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান ।বিশেষ অতিথি ছিলেন জেলার সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ এর সঞ্চালনায় । অন্যান্েযর মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ,সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম,বাউরবাগ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিলন কুমার হালদার,শেরপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক রিপন মিয়া ।

বর্তমান বাংলাদেশ

Link copied!