ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪

যারা জনগণের জন্য কাজ করবে না, তাদের চাকরিচ্যুত করা হবে: ভিপি নূর

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৭:২৩ পিএম

যারা জনগণের জন্য কাজ করবে না, তাদের চাকরিচ্যুত করা হবে: ভিপি নূর

ছবি: বর্তমান বাংলাদেশ।

যারা জনগণের কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে সরকারি চাকরি থেকে বিতারিত করা হবে বলে জানিয়েছেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, আমরা দেখেছি গত ১৫ বছরে কিভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারী চাটুকারিতাসহ একটি গোষ্ঠী কিভাবে দলীয়করণ করেছিল। আমরা পরিষ্কারভাবে সারা বাংলাদেশে প্রশাসনে যারা কাজ করছেন তাদের জানিয়ে দিতে চাই আপনারা যদি কোন রাজনৈতিক দলের গোলামী করেন প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ৪টা সময় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বেশকিছু নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনাদের এই উপজেলার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদি সেটা সত্য হয় তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে সে ব্যবস্থা আমি করব। বয়স্ক ভাতাসহ সরকারি জয়ের সকল সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো কোন রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃতপক্ষে যারা হত দরিদ্র অসহায় তাদের দিতে হবে। কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা সরকারি কোন কর্মচারী তাদের সাথে পিরিতি দেখালে তার চাকরি থাকবে না।

গণ সংবর্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ সময় বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, মহানগর ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুবঅধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিকঅধিকার পরিষদের ইলিয়াস মিয়াসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: যে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সংসদীয় এলাকায় (পটুয়াখালী-৩, গলাচিপা-দশমিনা) জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা, উপজেলা বা পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে আপনাদের অনুরোধ করা হচ্ছে। এই আদেশ অতীব জরুরি।’

বর্তমান বাংলাদেশ

Link copied!