ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজারে তালামীযে ইসলামিয়ার ঈদে মিলাদুন্নবী র‌্যালি

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৪:৩৭ পিএম

বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজারে তালামীযে ইসলামিয়ার ঈদে মিলাদুন্নবী র‌্যালি

ছবি: বর্তমান বাংলাদেশ।

বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজারে হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিতিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় একটি ‘মোবারক র‌্যালি’ শহরে বের হয়। রাসুলের শানে শ্লোক লেখা দৃষ্টিনন্দন পতাকাখঁচিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড উঁচিয়ে মিছিলটি ধীরে ধীরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১১টার পর থেকেই মৌলভীবাজারে মুষলধারে বৃষ্টি পড়ছিল। পূর্বনির্ধারিত সময়সূচি অনুয়ায়ী বৃষ্টির মধ্যেই র‌্যালি শুরু হয়। র‌্যালিতে হাজার হাজার আশিকে রাসুল, নবীপ্রেমিক জনতার উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। বৃষ্টির বাধা ডিঙিয়ে মিছিলটি নির্ধারিত স্থান জেলা শিল্পকলা একাডেমিতে এসে সমাপ্ত হয়।
এর আগে সকাল ১০টায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবির ও সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আনজুমানের আল ইসলাহর যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
বক্তব্যে তিনি বলেন, রাসুলের (সা.) শানকে বুলন্দ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আমাদের এই প্রচেষ্টার মূল উদ্দেশ্যে আল্লাহর মকবুলিয়ত হাসিল করা। আল্লাহর রাসুলের শান ও মানের পক্ষে কাজ করে নিজেদের জীবনকে উজালা করা। যিনি কবিতা লিখতে পারেন তিনি রাসুলের শানে কবিতা লিখবেন। তিনি সাহাবি হাসসানের অনুসারি হয়ে যাবেন। যারা নাত গাইতে পারেন তারা নাত গাইবেন।
মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী রবিউল আউয়াল মাস সম্পর্কে বলেন, এই মাসকে আমরা আল্লাহর রাসুল (সা.) কে ভালভাবে জানাশুনার মাস হিসাবে নিতে পারি। আমরা আল্লাহর রাসুলের ফয়েজ ও নূর হাসিলের উপলক্ষ হিসাবে গ্রহণ করবো। আমাদের ঈমানকে তাজা করবো। যাতে বাকি ১১ মাস আমাদের ঈমানি খোরাক অর্জন করতে পারি।
তিনি ঈদে মিলাদুন্নবী (সা.) এর যারা বিরোধীতা করেন তাদের ব্যাপারে বলেন, যদিও কিছু কথাবার্তা শুনা যায় তা সময়ের সাথে মিলিয়ে যাবে। কিন্তু আমরা কারো বিরোধীতা করতে গিয়ে এমন শব্দ বলবো না যাতে রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাতের খেলাফ হয়। কোন খারাপ শব্দ কারো বিপক্ষে বলবো না। তিনি বলেন, আমাদের সকল আয়োজন, র‌্যালি, মিলাদ ও কাসিদা, নাত পড়া পূর্বসুরিদের কর্ম দ্বারা প্রমাণিত। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মুফতি শামসুল ইসলাম, কেন্দ্রীয় তালামীযের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সহ-প্রশিক্ষণ সম্পাদক নাছির খাঁন, তালামীযের সিলেট মহানগর সভাপতি হোসাইন আহমদ, জেলা আল ইসলাহর সিনিয়র সহ-সভাপতি মাওলানা এমএ আলিম, সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক।
বক্তব্য রাখেন জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাও: সৈয়দ ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশীর আহমদ, জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আফজল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন রাফি, সদর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আছাব আলী আনসারী, তালামীযের সাবেক জেলা সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, এমএ জলীল, আব্দুর রাজ্জাক, জেলা আল ইসলাহর সদস্য মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, সদর উপজেলা সভাপতি সায়েম আহমদ, শহর সভাপতি শিহাবুর রহমান, কুলাউড়া পৌর সভাপতি রাসেল আহমদ, শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ইমন, শহর সাধারণ সম্পাদক শাহী উদ্দিন, রাজনগর উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ।
সভায় উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহর উপদেষ্টা মো. ফখরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. একলাছুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা জুনেদ আহমদ, জেলা আল ইসলাহর সহ-সাংগঠনিক মাওলানা শামছুল ইসলাম, প্রচার সম্পাদক মাও: মো: শফিকুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, জেলা তালামীযের সহ-সাংগঠনিক আবুল হোসেন, প্রচার সম্পাদক আলী হোসেন মিতুল, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, অফিস সম্পাদক মো: রুমেন চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, কমলগঞ্জ উপজেলা আল-ইসলাহর সহ-সভাপতি আব্দুল আহাদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সদর উপজেলা সভাপতি হাফিজ আব্দুর রশিদ, তালামীযের মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি আব্দুল কুদ্দুস, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাহেল আহমদ, রাজনগর উপজেলা সভাপতি জহিরুল ইসলাম, জুড়ী উপজেলা সভাপতি জাহাঙ্গির হোসেন, বড়লেখা উপজেলা সভাপতি হাবিবুর রহমান, কুলাউড়া উপজেলা সভাপতি সামছুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস সামাদ রাফি, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা সভাপতি হাফিজ নাফিউল ইসলাম, শ্রীমঙ্গল পৌর সভাপতি হৃদয় আলম, বড়লেখা পৌর সভাপতি আবু সুফিয়ান, কমলগঞ্জ পৌর সভাপতি তাওহিদ আহমদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাছুম হাজারী, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক আবু সালেহ শিপু, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জুড়ী উপজেলা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান, বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক শাহান আহমদ, মৌলভীবাজার টাউন কামিল মাদারাসার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম আজাদ প্রমুখ

বর্তমান বাংলাদেশ

Link copied!