ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মাত্র ৯০ দিনে কোরআনের হাফেজ ত্রিশালের শিশু মাহাদী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৭:৫২ পিএম

মাত্র ৯০ দিনে কোরআনের হাফেজ ত্রিশালের শিশু মাহাদী

ছবি সংগৃহীত

৯০ দিনেই পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে ময়মনসিংহের ত্রিশালের ১০ বছরের শিশু মোহাম্মদ মাহাদী হাসান। অল্প সময়ের মধ্যে কোরআন হিফজ শেষ করে সে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।

মাহাদী ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রাজিব আহমেদ ও শাপলা খাতুনের দ্বিতীয় সন্তান। সে বর্তমানে ইল্ মুল কোরআন আদর্শ মাদরাসার হেফজ বিভাগে অধ্যয়ন করছে।

জানা যায়, ছোটবেলা থেকেই মাহাদীর বাবার স্বপ্ন ছিল তার সন্তান যেন কোরআনের হাফেজ হয়। সেই স্বপ্ন পূরণ হয়েছে মাত্র তিন মাসে। নাজেরানা বিভাগ শেষ করার পর মাহাদী হেফজ বিভাগে ভর্তি হয়ে মাত্র ৩ মাসেই কোরআন মুখস্থ করে ফেলে।

শিশু হাফেজ মাহাদী বলেন, “আলহামদুলিল্লাহ।অল্প সময়ে হাফেজ হতে পেরে খুব ভালো লাগছে। শুরুতে ভাবতাম কষ্ট হবে, কিন্তু আল্লাহ তায়ালা সহজ করে দিয়েছেন। আমার ওস্তাদরা অনেক সহায়তা করেছেন। আমি চাই ভবিষ্যতে যেনো একজন বড় আলেম হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

বাবা রাজিব আহমেদ বলেন,“আমি নিজে হাফেজ হতে পারিনি, কিন্তু আমার ছেলে মাহাদী আমার স্বপ্ন পূরণ করেছে। আমরা মাদরাসার সকল শিক্ষক ও পরিচালকের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেন তাকে ইসলামের খেদমতের জন্য কবুল করেন।”

মাদরাসার পরিচালক হাফেজ আবু সায়েম জানান, “মাহাদী নাজেরানা বিভাগে মাত্র দুই-আড়াই মাস পড়ার পর হেফজ বিভাগে ছবক শুরু করে। তিন মাসের মধ্যেই পুরো কোরআন হিফজ সম্পন্ন করে সে। আশা করি ভবিষ্যতে মাহাদী আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”

মাত্র ১০ বছর বয়সে এমন সাফল্য অর্জন করায় ত্রিশালজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই বিস্ময় শিশু হাফেজ মোহাম্মদ মাহাদী হাসান।

বর্তমান বাংলাদেশ

Link copied!