ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নলডাঙ্গায় শিক্ষক পরিবারের উপর হামলা-হুমকির অভিযোগে মানববন্ধন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৪:৫৬ পিএম

নলডাঙ্গায় শিক্ষক পরিবারের উপর হামলা-হুমকির অভিযোগে মানববন্ধন

ছবি: বর্তমান বাংলাদেশ।

সম্পত্তি দখলকে কেন্দ্র করে শিক্ষক বাবর আলী  মাষ্টার ও কৃষক শামীম হোসেনের পরিবারের উপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। সম্প্রতিক সময়ে এ ঘটনায় বাবর আলী মাস্টারের ভাই গোলাম রাব্বানী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। নলডাঙ্গায় ইমাম আবু বকর সিদ্দিক ও তার পরিবারের উপর হামলার মিথ্যা অভিযোগে প্রতিবাদে এলাকাবাসী বৃহস্পতিবার (২৮ আগস্ট)দুপুরে দিকে কালিগঞ্জ-নলডাঙ্গা সড়কে রায়সিংহপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার রায় হওয়ার আগেই প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 
মানববন্ধনে অংশ নেয়া  এলাকাবাসী মারুফ আলীসহ সবাই অভিযোগ করে বলেন—
“আমরা একটি শিক্ষিত ও সম্মানিত পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে মিথ্যা অভিযোগ এনে গতকাল মানববন্ধন করেছে। আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তি চাই।”
আরেকজন স্থানীয়বাসিন্দা বিএনপির নেতা আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষক ও কৃষক পরিবারের উপর এই ধরনের হামলা আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে।”
অভিযোগকারী শিক্ষক পরিবারের সদস্যরা আলমগীর হোসেন, শামীম হোসেন,বাবর আলী মাস্টার বলেন, “আমরা আদালতের ওপর আস্থা রেখে মামলা পরিচালনা করছি। কিন্তু প্রতিপক্ষ জোর করে জমি দখল করতে চাইছে। আমাদের উপর হামলা চালানো হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।”
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। সেই বিষয়ে আমার সজাগ আছি।
মানববন্ধন থেকে এলাকাবাসী শিক্ষক পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানায়। মানববন্ধনে এলাকার দুই শতকে নারী পুরুষ শিশুরা অংশগ্রহণ গ্রহণ করেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!