ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৪, ০১:২১ এএম

সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত।

বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

আগামী ১৩ আগস্ট থেকে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা শুরু হবে।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল।


তিনি জানান, দেশের অন্যান্য সাধারণ বোর্ডগুলোর মতো রোববার (৩০ জুন) থেকে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির কারণে গত ২০ জুন সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ৯ জুলাই থেকে পূর্বের রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি হবে। সেজন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল জানান, রোববার (৩০ জুন) বিকালে সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে চারটি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।


প্রকাশিত সময়সূচিতে দেখা যায়, আগামী ১৩ আগস্ট বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ আগস্ট বাংলা দ্বিতীয়পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সব বিষয়ের পরীক্ষা ২৫ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!