ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগদান-গনঅধিকার পরিষদের সাত নেতা

আসাদুজ্জামান (জলঢাকা) নীলফামারী

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৭:১৭ এএম

আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে জামায়াতে  যোগদান-গনঅধিকার পরিষদের সাত নেতা

ছবি বর্তমান বাংলাদেশ

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদের সাতজন নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

নবযোগদানকারীদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের ডিমলা উপজেলা শাখার সাবেক সভাপতি রেজাউল করিমসহ আরও ছয়জন স্থানীয় নেতা।

যোগদান উপলক্ষে রেজাউল করিম বলেন, “জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ন্যায়পরায়ণতা, ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টা এবং আদর্শিক আচরণ আমাকে জামায়াতে ইসলামীতে যোগদানের জন্য অনুপ্রাণিত করেছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

তিনি বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই আজ রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কথা বলার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াত মানুষের অন্তরে স্থান করে নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো একতরফা নির্বাচন চাই না। সাম্প্রতিক ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় প্রমাণ করেছে—যারা গড়ার কাজ করে, তারাই নেতৃত্বের যোগ্য।

সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান উপজেলা আমীর, কাজি হাবিবুর রহমান নায়েবে আমীর, কাজি রুকনুজ্জামান উপজেলা সেক্রেটারি,ওয়াহেদুজ্জামান বাবুল বায়তুলমাল সেক্রেটারি,এবিএম সাইফুল ইসলাম সভাপতি ওলামা বিভাগ ও আশরাফুজ্জামান সাজু সভাপতি, যুব বিভাগ, ডিমলা উপজেলা।

সমাবেশে সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি মোকছেদুল ইসলাম খোরশেদ এবং সঞ্চালনা করেন মো. আব্দুল মজিদ।

বর্তমান বাংলাদেশ

Link copied!