ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

উদ্ধারের পর যা বললেন সেই সুবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৭:২০ পিএম

উদ্ধারের পর যা বললেন সেই সুবা

ছবি-বর্তমান বাংলাদেশ।

ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসে আরাবি ইসলাম সুবা নামে ১১ বছরের এক শিক্ষার্থী নিখোঁজ হন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিখোঁজের দুইদিন পর প্রেমিকের বাসা নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


উদ্ধার হওয়ার পর সুবা গণমাধ্যমকে জানান, তার সঙ্গে সেই তরুণের পরিচয় টিকটকের মাধ্যমে। তার বাসায় ভালো লাগত না, তাই তিনি তার প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন।


এর আগে, সুবার বাবা ইমরান বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুফাত ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাত ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।


আদাবর থানার ওসি বলেন, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁয় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!