ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জাতীয় পরিসংখ্যান দিবস ও বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:৩৪ পিএম

জাতীয় পরিসংখ্যান দিবস ও বিশ্ব পরিসংখ্যান দিবস  পালিত

ছবি বর্তমান বাংলাদেশ

র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে ২০ অক্টোবর সকাল ১০ টায় জাতীয় পরিসংখ্যান দিবস ও বিশ্ব পরিসংখ্যান দিবস  মৌলভীবাজারে পালিত হয়েছে।  সকাল ১০ টায়  জেলা প্রশা সকের কার্যালয় প্রাংগন থেকে  এক  র‌্যালী বের করা হয়।  র‌্যালী শেষে  জেলা প্রশা সক সম্মেলন কক্ষ্যেএক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানভীর হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন  জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক বাদল মিয়া। বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল,  রাজনীতিবিদ সমাজকর্মী  সাংবাদিক মতিন বকশ, জামায়াতে ইসলামীর মৌলভীবাজার পৌর আমির মাওলানা তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের  সহকারী পরিচালক আল আমিন, বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী মঞ্জুর আহমেদ ,মিছবাউর রহমান,তানজিলা শিশিরসহ সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ সরকারি কর্মকর্তাবৃন্দ।   উল্লেখ্য পরিসংখ্যান দিবসের পালনের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে জনসাধারণের মধ্যে  সচেতনতা বৃদ্ধি করা।

বর্তমান বাংলাদেশ

Link copied!