ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রাণীনগরের কৃতি সন্তান তাজকে সংবর্ধনা

রাণীনগর প্রতিনিধি (নওগাঁ)

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৪:২৭ পিএম

রাণীনগরের কৃতি সন্তান তাজকে সংবর্ধনা

ছবি: বর্তমান বাংলাদেশ।

নওগাঁর রাণীনগর উপজেলার বেলবাড়ি গ্রামের কৃতি সন্তান তারিকুল ইসলাম তাজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের পক্ষ থেকে পাঠাগার প্রাঙ্গনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংবর্ধনা সম্মাননা হিসেবে তাজের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।

পাঠাগারের প্রধান উদ্যোক্তা অত্র গ্রামের আরেক কৃতি সন্তান আমেরিকায় পিএইচডি অধ্যায়নরত রুয়েটের লেকচারার সজল আহম্মেদের দিকনির্দেশনায় এই সম্মাননা প্রদান করা হয়।

তারিকুল ইসলাম তাজ সম্প্রতি চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ে এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর শ্রেণীতে অসামান্য অবদানের জন্য সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছে। তাজ বর্তমানে বেইজিং-এর একটি এ্যারোস্পেস কোম্পানিতে এয়ারক্রাফট অ্যারোডাইনামিক ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। সে বিমানের নকশা, মনুষ্যবিহীন আকাশযান, বৈদ্যুতিক উল্লম্ব অবতরণ যান, এরোডাইনামিক্স এবং মেশিন লার্নিং বিষয়ে কাজ করছে।

অনুষ্ঠানে বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্মদের উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত বক্তারা অত্র গ্রামের এই দুই কৃতি সন্তান সজল আহম্মেদ ও তারিকুল ইসলাম তাজের সফলতা ও কৃতিত্বের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় খুব শীঘ্রই তাজের আকাশ ছোঁয়া স্বপ্ন নিজস্ব ডিজাইন করা প্লেন বিশ্বের আকাশে উড়তে দেখার স্বপ্ন দেখছেন এলাকাবাসি।

এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক ব্যাংকার আবুল কালাম আজাদ, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, তাজের বাবা বুলেট হোসেন, মেম্বার শাখাদুল ইসলাম, স্থানীয় ফরহাদ আলী মন্ডল, তারেক পিন্টু প্রমুখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!