ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নেত্রকোনায় বিএনপি নেতা ড্যানীর সমর্থনে সাইকেল শোভাযাত্রা

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৭:২৩ পিএম

নেত্রকোনায় বিএনপি নেতা ড্যানীর সমর্থনে সাইকেল শোভাযাত্রা

ছবি বর্তমান বাংলাদেশ

নেত্রকোনার বারহাট্টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানীর সমর্থনে এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শতাধিক তরুণের অংশগ্রহণে শোভাযাত্রাটি বারহাট্টা শহর প্রদক্ষিণ করে সাহতা বাজার ও ঠাকুরাকোনা হয়ে পুনরায় বারহাট্টা শহরে এসে মিলিত হয়। এতে অংশ নেওয়া তরুণরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং নেতাকে শুভেচ্ছা জানান।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ টি এম আব্দুল বারী ড্যানীর উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া তরুণরা জানান, এ টি এম আব্দুল বারী ড্যানী দলের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আস্থাভাজন। দলের মনোনয়ন পেলে তরুণ প্রজন্ম উচ্ছ্বসিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শোভাযাত্রার নেতৃত্ব দেন বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব  তানভীর হাসান মুন্না।
বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ টি এম আব্দুল বারী ড্যানী ভাই সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি তৃণমূলের সুখ-দুঃখে আমাদের সঙ্গে থেকেছেন। তাঁর নেতৃত্বে আমরা আরও সংগঠিত হচ্ছি।”

তানভীর হাসান মুন্না বলেন, “ড্যানী ভাই তরুণদের অনুপ্রেরণা। তিনি স্বচ্ছ, সাহসী ও দলের প্রতি অনুগত একজন নেতা। আমরা চাই তাঁর মতো নেতার হাতেই ধানের শীষের পতাকা থাকুক।”

বর্তমান বাংলাদেশ

Link copied!