নওগাঁর পোরশা সীমান্ত থেকে আইয়ুব আলী (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২৩১ নম্বর পিলার এলাকা থেকে তাকে বিএসএফ সদস্যরা আটক করে নিয়ে যায়।
আটক আইয়ুব আলী নিতপুর গোপালগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নওগাঁ ১৬ বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্ত পার হয়ে ভারতে গারু পার করতে গেছিলেন ওই যুবক। ভারতে অবৈধভাবে প্রবেশ করায় বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সে আহত হয়ে পড়ে এবং তাকে বিএসএফ সদস্যরা আটক করে ভারতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ ১৬ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে গরু পার করতে যেয়ে বিএসএফের হাতে আটক হয়েছে ওই যুবক। আহত হওয়ায় বর্তমানে সে ভারতের মালদা হাসপাতালে রয়েছে। তাকে ফেরানোর জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :