ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

পলাশে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

আল আমিন মুন্সী, নরসিংদী

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১০:০১ পিএম

পলাশে শেখ হাসিনা ও তার দোসরদের  বিচারের দাবিতে  বিক্ষোভ মিছিল

ছবি বর্তমান বাংলাদেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  মিছিলটি ঘোড়াশাল বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল সাদ্দাম বাজার এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ  জামায়াতে ইসলামী নরসিংদী জেলার সাধারণ সম্পাদক  মাওলানা আমজাদ হোসাইন।  পলাশ উপজেলা  ও ঘোড়াশাল পৌরসভার  জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত এ কর্মসূচিটি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসাইন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহ গণহত্যা দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। এ ঘটনার নেপথ্যে থাকা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার না হওয়ায় জাতি আজও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদসহ হাসিনা সরকার গত ১৭ বছরে যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সেই সঙ্গে ইসলামপ্রিয় নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এ সময় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত থাকবে বলে জানান জামায়াত নেতৃবৃন্দ।

বর্তমান বাংলাদেশ

Link copied!