ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থায়ী কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৪৭ পিএম

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য  ৪১ সদস্য অস্থায়ী  কমিটি গঠন

ছবি: বর্তমান বাংলাদেশ।

তাহিরপুরের শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য অস্থায়ীভাবে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য বর্তমানে কোন কমিটি না থাকায় তাহিরপুর উপজেলার  রাজারগাও এলাকার  যুবসমাজ অস্থায়ীভাবে এই ৪১ সদস্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

অস্থায়ীভাবে এই কমিটিতে সভাপতি হচ্ছেন শ্রী কিরণ রায়, সহ-সভাপতি ক্ষিতিন্দ্র রায়, কাঞ্চন রায়, অর্জুন রায়, সুজিত রায়, মনোজিৎ রায় সাধারণ সম্পাদক অসিত রায়, যুগ্ম সম্পাদক মলয় চক্রবর্তী, কোষাধক্ষ্য আনন্দ রায়, সাংগঠনিক সম্পাদক নিলয় চক্রবর্তী, সহ সংগঠনিক সম্পাদক টুটুল রায় প্রমুখ। কমিটি গঠনের সময় রাজারগাও যুবসমাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৪১ সদস্য  বিশিষ্ট এই (অস্থায়ী)  কমিটি গঠনের মাধ্যমে  শ্রী মন্দিরের চলমান উন্নয়ন কাজ সহ মন্দিরের বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সার্বিক  সহযোগিতার মধ্যে দিয়ে মন্দিরের নিরাপত্তা জোরদার করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!