নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের বালকদের নিয়ে ভলিবল প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়েছে।
২৯অক্টোবর বুধবার মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাধ্যমিক পর্যায়ের বালকদের নিয়ে ভলিবল প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়। ভলিবল প্রতিযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যামিক পর্যায়ে বালকদেও ৬টি দল অংশগ্রহণ করে।
দিনবাপী ভলিবল প্রতিযোগিতার ফাইনালে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় ভলিবল দল ২-০ সেটের ব্যবধানে আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভলিবল প্রতিযোগিতার সকল খেলা পরিচালনা করেন সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মতিউর রহমান।
ভলিবল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসমূহকে জেলা ক্রীড়া অফিসের ববস্থাপনায় বিদালয মাঠে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ শিহাবুর রহমান এর সভাপতিত্বে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ হোসেন শাহ্। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ৬টি মাধমিক বিদালয়ের শিক্ষকবৃন্দ,অভিভাবক এবং শিক্ষাথীগন।

আপনার মতামত লিখুন :