ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া-সোনারগাঁও সড়কের দুটি আয়রন ঢালাই ব্রীজ এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ব্রীজ দুটি দেবে ও দুলে পড়ায় স্থানীয়দের যাতায়াতে চরম ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুটিয়াখালি বাজারসংলগ্ন ঝালোবাড়ি খালের ওপর নির্মিত ব্রীজটিতে গাড়ি উঠলেই পুরো কাঠামো দুলে ওঠে। আর তার পাশেই আরুয়া-সোনারগাঁও সড়কের মাদ্রাসা সংলগ্ন আরেকটি আয়রন ব্রীজ অতিরিক্ত বালু ও ইউ-বহনকারী ট্রলির ভারে দেবে গেছে। কয়েক বছর ধরে বেহাল এই দুটি ব্রীজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও ব্রীজ সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। যেকোনো মুহূর্তে ব্রীজ দুটি ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
স্থানীয়রা দ্রুত এই দুই ব্রীজের সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।
এ বিষয়ে রাজাপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ব্রিজের স্কিম করে পাঠানো হয়েছে পাশ হলেই কাজ শুরু করা হবে।

আপনার মতামত লিখুন :