ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

শৈলকুপায় শশুরের বটির আঘাতে গৃহবধু নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১০:৩২ এএম

শৈলকুপায় শশুরের বটির আঘাতে গৃহবধু নিহত

ছবি বর্তমান বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় মানসিক প্রতিবন্ধী শশুরের বটির কোপে তার ছেলের বউ নিহত হয়েছে। রোববার ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রউফের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ভোররাতে লিমা খাতুন প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হয়। সেসময় শশুর মুকুল শেখ ধারালো বটি দিয়ে তাকে আঘাত করে। লিমার আত্মচিকৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মুকুল শেখ মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক আরিফুর রহমান বলেন, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। লিমা খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!