উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
বাঁশখালীতে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করায় ৪ জনকে ৩ মাসের কারাদণ্ড ও বালিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নাপোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এসময় উপজেলা আনসার সদস্যদের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করেন।
আটককৃতরা হলেন নাপোড়ার বিধু ভূষণ দেবের পুত্র নিউটন দেব (৪০), শেখেরখিলের মৃত নশা মিয়ার পুত্র মাহমুদুল হক (৪৫), একই এলাকার মৃত মোহাম্মদ ইউছুপের পুত্র মো. জামাল উদ্দীন (৪০) ও চাম্বলের মৌলভী আশরাফ আলীর পুত্র মো. শামসুদদোহা (৫৫)।
জানা যায়, নাপোড়া ছড়া থেকে অবৈধভাবে একটি ডাম্পার ট্রাকে করে বালি চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েন চারজন। পরে তারা অপরাধ স্বীকারও করেন। বালু বহনকারী ট্রাকটি জব্দ করে বাঁশখালী থানার হেফাজতে নেয়া হয়েছে।
পরিবেশ, পাহাড়, ছড়া (নদী) ও বন রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
আপনার মতামত লিখুন :