ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ৬দিনের কর্মসূচি ঘোষণা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৬:২৬ পিএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ৬দিনের কর্মসূচি ঘোষণা

ছবি: বর্তমান বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় প্রস্তুতিমুলক ৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে জেলা বিএনপির আয়োজন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ৬দিন ব্যাপী দলীয় বিভিন্ন অনুষ্ঠান ও অনুষ্ঠানের সময়সূচী জানান জেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হবে। বেলা ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হবে।

দ্বিতীয় দিন শহরের বাইপাস সড়কে বেলা ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচী, তৃতীয় দিনে উপজেলা সদরের শিকারপুর ইউনিয়ন বোর্ড অফিসে সকাল ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং জেলার ১১ টি উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর উদ্বোধন।

চতুর্থ দিনে বেলা ১১ টায় নওগাঁ ছোট যমুনা নদীতে খেয়াঘাটে (বিয়াম স্কুল এন্ড কলেজ সংলগ্ন) মৎস্য পোনা অবমুক্ত করা হবে। পঞ্চম দিন বিকেল ৩টায় নওগাঁ নওজোয়ান মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। কর্মসূচীর শেষ দিন (ষষ্ঠ দিন) বেলা ১১ টায় কেডির মোড় দলীয় কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগী।

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, খায়রুল ইসলাম গোল্ডেল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারন সম্পাদক ডা: মিজানুর রহমান, বিএনপি নেতা আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রউশন উল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!