আধুনিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নওগাঁর মহাদেবপুরে সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী *আলহাজ্ব রবিউল আলম বুলেট*।
মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব *সুমন কুমার সিংয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল*, সিনিয়র সহ-সভাপতি *জাহারুল ইসলাম*, সাংগঠনিক সম্পাদক *সাজ্জাদ হোসেন*, এস. এম. হান্নান, পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক *চঞ্চল চন্দ্র মণ্ডল* এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব তপন চন্দ্র মহন্ত।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সময় উপস্থিত অংশগ্রহণকারীরা নিজেদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন।

আপনার মতামত লিখুন :