ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

নেত্রকোনায় ৯১ পিস ভারতীয় কম্বলসহ একজন গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৩:৫০ পিএম

নেত্রকোনায় ৯১ পিস ভারতীয় কম্বলসহ একজন গ্রেপ্তার

ছবি বর্তমান বাংলাদেশ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চোরাচালানের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা ৯১ পিস ভারতীয়  কম্বলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পশ্চিম)।

গতকাল শুক্রবার  বিকালে উপজেলার পূর্ব বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম) নেত্রকোনার এসআই  অপু চন্দ্র ভৌমিকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শহীদুল ইসলাম (৪৫)। তিনি ওই এলাকার শামছুল হকের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় তৈরি মোট ৯১ পিস কম্বল উদ্ধার করা হয়। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ সাতচল্লিশ হাজার টাকা।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দিয়ে শহীদুলকে আজ আাদলতে পাঠানো হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!