ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
পুলিশ পরিচয়ে জিম্মি

ডাকাতরা নিয়ে গেল ১০ভরি স্বর্ণালংকারসহ নগদ অর্থ

বিকাশ চন্দ্র প্রামানিক ( নওগাঁ)

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:২১ এএম

ডাকাতরা নিয়ে গেল ১০ভরি স্বর্ণালংকারসহ নগদ অর্থ

ছবি-বর্তমান বাংলাদেশ।

নওগাঁর বদলগাছীতে পুলিশ পরিচয়ে একটি বাড়ির হিন্দু দুই ভাইয়ের পরিবারে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও সোকেস ভেঙে নগদ টাকা, ১০ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ তারা পুলিশ পরিচয়ে হাত পা বেঁধে প্রায় ১৭-২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার ১২ সেপ্টেম্বর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এর আগে বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) গভীর রাত দেড়টার দিকে উপজেলার দেউলিয়া গ্রামের পলাশ চন্দ্র ও পবিত্র নামের হিন্দু দুই ভাইয়ের পরিবারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে ৮–১০ জনের একটি ডাকাতদল ওই বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করতে চাইলে তাদেরকে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগী পরিবারের প্রধান পলাশ চন্দ্র বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম। কয়েকজন ব্যক্তি আমার দরজার কাছে এসে পুলিশের লোক পরিচয় দিয়ে থানা থেকে এসেছি বলে ডাকতে থাকে। তাদের ডাকে সাড়া দিয়ে দরজা খুলে বারান্দায় পা দিতেই, তারা আমাকে ধারালো হাসুয়া গলায় ধরে হাত পা বেঁধে ফেলে। এরপর আমার স্ত্রী ও ছেলেকে অস্ত্র ধরে জিম্মি করে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও ৪ ভরি সোনা এবং ১ টি মোবাইল ফোন  নিয়ে নেয়।

পরবর্তীতে ডাকাতরা আমার স্ত্রী কে দিয়ে ছোট ভাই ও তার স্ত্রী কে ঘুম থেকে জেগে তোলে। ছোট ভাই ঘরের দরজা খুলতেই তাদেরকেও একই ভাবে অস্ত্র ধরে জিম্মি করে। এবং তাদের ঘরের সোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার সহ দুই ভাইয়ের মোট ১০ ভরি সোনা তারা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী একই পরিবারের (ছোট ভাই) পবিত্র বলেন, কয়েক মাস আগে আমি বিয়ে করেছি। এসব স্বর্ণালংকার আমার শ্বশুর বাড়ি থেকে উপহার পেয়েছিলাম। একেবারে আমি নিঃশেষ হয়ে গেলাম।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় পর্যাপ্ত টহল না থাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটছে।

জানার জন্য এই প্রতিবেদক একাধিক বার ফোন দিলেও রিসিভ করেনি বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম।

তবে তিনি এক গণমাধ্যমকর্মীকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার সকালে এসপি সামিউল সারোয়ার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ডাকাতদের শনাক্ত করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।

এদিন সন্ধ্যা ৭টার দিকে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ সামিউল সারোয়ার মুঠোফোনে বলেন, ডাকাতির ঘটনা শোনার আধা ঘণ্টার মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত অবহিত হয়। পর্য়ায়ক্রমে সার্কেল এএসপি জয়ব্রত পাল ও আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে আমরা ঘটনার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে নির্দেশ দিয়েছি। এবং আশা করছি সহসাই এই ডাকাতির ঘটনা রহস্য উদঘাটন করতে সক্ষম হবো।

এদিকে ডাকাতির ঘটনায় গ্রামজুড়ে বিরাজ করছে আতঙ্ক। স্থানীয়রা দ্রুত ডাকাতদলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!