ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বড়লেখায় বাল্যবিয়ে : ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে বাড়ি ফিরলেন বর

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:০৬ পিএম

বড়লেখায় বাল্যবিয়ে : ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে বাড়ি ফিরলেন বর

মৌলভীবাজারের বড়লেখায় রোববার রাতে একটি বিয়ের আসরে অভিযান চালিয়ে বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বর মুচলেকাও প্রদান করেছেন। এছাড়া বর-কনের অভিভাবক ও নিকাহ্ রেজিস্ট্রারকে সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার রাতে বড়লেখা পৌরশহরের একটি রেস্টুরেন্টে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের একটি গ্রামের এক নাবালিকা মেয়ের সাথে কুলাউড়া উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে আব্দুল আজিজ রুমেলের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবর পেয়ে বিয়ের আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।  এসময় জন্মনিবন্ধনসহ কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, কনের বয়স এখনো ১৮ হয়নি। পরে বরকে ৩০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিতে হয়। পাশাপাশি কনের বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত তাকে শ্বশুরবাড়িতে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ অবস্থায় কনে ছাড়াই বাড়ি ফিরতে হয় বর আব্দুল আজিজ রুমেলকে।
ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাল্যবিয়ের অপরাধে বরকে অর্থদন্ড প্রদান ও মুচলেকা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, কনের বয়স ১৮ পূর্ণ হওয়ার আগে তাকে শ্বশুড়বাড়িতে না পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!