ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দুদিন পর নদীতে মিলল মরদেহ

আতাউর রহমান, গাজীপুর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:৫৮ পিএম

নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দুদিন পর নদীতে মিলল মরদেহ

ছবি: বর্তমান বাংলাদেশ।

গাজীপুরের কালীগঞ্জে নৌকা ভ্রমনে গিয়ে নিখোঁজের দুই দিন পর মানিক রোজারিও (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ গাজীপুর মেট্রোপলিটন ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল এলাকার সিকুলিয়া শশ্মান ঘাট সংলগ্ন বালু নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিক রোজারিওর মরদেহ উদ্ধার করে জিএমপি পূবাইল থানা পুলিশ। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম। এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজের স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫৯) করেন।

নিখোঁজ মানিক রোজারিও উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের মৃত আগস্টিন রোজারিওর ছেলে।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে প্রাথমিক সুরতহাল শেষে গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় পূবাইল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিখোঁজের স্ত্রী লিমা রোজারিও বলেন, “আমার স্বামী মানিক রোজারিও শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে বের হন। এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কয়েকবার ফোন করলে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছি। কেউ বলেছে তিনি নৌকায় ঘুমাচ্ছেন, আবার কেউ বলেছে তিনি নৌকায় ছিলো না। পরে তার মোবাইল ফোন জনৈক দুলালের ব্যাগ থেকে পাওয়া গেছে। পরিকল্পিকভাবে আমার স্বামীকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই। আমার তিনটি শিশু সন্তান, চারপাশে এখন অন্ধকার দেখছি’’।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে রবিবার দুপুরে থানায় একটি জিডি করা হয়েছিল। এখন যদি তারা সন্দেহভাজনদের অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের জন্য কোন অভিযোগ করেন, তাহলে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।"

বর্তমান বাংলাদেশ

Link copied!