ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৫:১১ পিএম

নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ছবি: বর্তমান বাংলাদেশ।

নওগাঁয় ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে। সেই সাথে আরও দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

সোমবার ১৫ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এদিন সকাল ১০ টায় পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে এএসআই সাহাবুদ্দিন শহরের তাজের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন (৩৪)। তিনি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। এবং ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫) ও মৃত রফিকউল্লাহ‍‍`র ছেলে মোমিনুল ইসলাম সোহাগ (৪৩)। তার স্থায়ী বাড়ি নোয়াখালীর মুরাদপুরে আর বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গ্রামে।

প্রেস বিজ্ঞপ্তিতে ফারজানা হোসেন বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি অন্য জেলা থেকে একটি বাসে করে গাঁজা নিয়ে আসা হচ্ছে। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় মমিনুল তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ রুবেল হোসেন ও সোনিয়া ওরফে সনির কাছে হস্তান্তর করছিল। এমন সময় আমরা ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। এসময় তাদের ওই ব্যাগের ভিতর থেকে কচটেপ মোড়ানো অবস্থায় ৫ টি প্যাকেটে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বেচা কেনার নগদ ৯ হাজার ৩ শত টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফারজানা হোসেন আরও বলেন, গ্রেপ্তারকৃত তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী। এরমধ্যে মোমিনুল বাহির থেকে মাদক সাপ্লাই দেয়। আর রুবেল ও ছনি বানু বিভিন্ন জায়গায় থেকে মাদক কিনে নওগাঁ জেলাসহ আশেপাশের এলাকায় বিক্রি করে থাকে। তাদের সকলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। মাদক বিক্রির সাথে জড়িত অন্যদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 

বর্তমান বাংলাদেশ

Link copied!