বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অনুমোদন দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ।
কমিটিতে সভাপতি করা হয়েছে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল কাইয়ুমকে, নির্বাহী সভাপতি করা হয়েছে ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুজ্জামান রানাকে।
সাধারণ সম্পাদক করা হয়েছে জুবাইদা ফিরুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলামকে, সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কাজির শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলামকে।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ খান, মোঃ মিন্নত আলী ও আফরোজা আখতার, নূরুন্নাহার, শামছুন্নাহার ও মোঃ গোলাম মোস্তফা।
সহ-সভাপতি আবু সাইদ মোঃ সোহরাব উদ্দিন, এ.কে.এম বেলায়েত হোসেন, মোঃ মফিজুল ইসলাম, শিপ্রা সরকার ও কামরুন নাহার।
এছাড়াও যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, আইন, প্রচার, ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজকল্যাণ, শিক্ষা ও গবেষণা, পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা, ধর্ম, প্রকাশনা, সাহিত্য ও কাব স্কাউটিংসহ বিভিন্ন সম্পাদকীয় পদে পুরুষ ও মহিলা সদস্যরা দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে জেবুন নেছা, অলকা রানী হোড় ও সুশীল চন্দ্র দাসকে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে।
এই কমিটি আগামী কার্যকালীন সময় ত্রিশাল উপজেলার প্রাথমিক শিক্ষা উন্নয়নে কাজ করবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :