ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

জলঢাকায় নীলফামারী-৩ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

আসাদুজ্জামান (জলঢাকা) নীলফামারী

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১০:১৬ পিএম

জলঢাকায় নীলফামারী-৩ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

ছবি বর্তমান বাংলাদেশ

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী–৩ (জলঢাকা) আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ শোভাযাত্রায় প্রায় চার হাজার দুই শতাধিক মোটরসাইকেল অংশ নেয় বলে আয়োজকরা জানিয়েছেন।

রাজনৈতিক উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত ছিল পুরো জলঢাকা শহর ও আশপাশের প্রধান সড়কগুলো। উপজেলার ১২টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি এক বর্ণিল রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত হয়।

দাঁড়িপাল্লা প্রতীকধারী প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে বিকেলে জলঢাকা জামায়াত অফিস সংলগ্ন আল-ফাল্লাহ মাঠে এসে শেষ হয় শোভাযাত্রাটি। সর্বত্রই জনতার উৎসাহ, উল্লাস ও স্লোগানে মুখর ছিল রাস্তা ও বাজার এলাকা। স্থানীয়রা ঘর থেকে বের হয়ে শোভাযাত্রার প্রতি শুভেচ্ছা জানান এবং প্রার্থীকে অভিনন্দন জানান।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা আমির জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমির জনাব কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি মো. মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, পৌর আমির মাওলানা মোজাম্মেল হক, পৌর সেক্রেটারি অপিয়ার রহমান,সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

জামায়াত নেতারা জানান,এই শোভাযাত্রা প্রমাণ করেছে মানুষ এখন পরিবর্তন চায়। দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা ও ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জলঢাকায় জামায়াত প্রার্থীর এই শক্তিশালী শোডাউন আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। নীলফামারী জেলায় এত বড় পরিসরে সংগঠিত মোটরসাইকেল শোভাযাত্রা এর আগে দেখা যায়নি বলেও তারা মন্তব্য করেন।

দিনব্যাপী শোভাযাত্রা শেষে সন্ধ্যায় আল-ফাল্লাহ মাঠে সমবেত হন নেতাকর্মীরা। সমাপনী মুহূর্তে মুখর হয়ে ওঠে একটাই স্লোগানে,
“দাঁড়িপাল্লা জিন্দাবাদ, ইসলামী বাংলাদেশ কায়েম হোক।

বর্তমান বাংলাদেশ

Link copied!