ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

জনগণের সেবক হতে চাই -বিএনপি নেতা অধ্যক্ষ আনু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৮:৩০ পিএম

জনগণের সেবক হতে চাই -বিএনপি নেতা অধ্যক্ষ আনু

ছবি বর্তমান বাংলাদেশ

চলনবিল অধ্যুসিত সিংড়া আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, সিংড়ায় ধানের শীষকে বিজয়ী করে শান্তির নীড় গড়তে চাই। সন্ত্রাস দুর্নীতিমুক্ত সিংড়া গড়তে চাই। সিংড়া দারিদ্র প্রবণ ও কৃষি নির্ভর এলাকা। বিজয়ী হয়ে পরিকল্পিত সিংড়া গড়ার প্রতিশ্রæতি দেন। শনিবার বিকেল ৫ টায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসমাবেশে প্রধান অতিতির বক্তব্যে বিএনপি নেতা অধ্যক্ষ আনু এসব কথা বলেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গরুহাটি এলাকা থেকে শুরু হয়ে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। জনসমাবেশ স্থল কোর্ট মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়।
সভায় সিংড়া পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি এড. শামীম হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু, মহিলা দলের আহবায়ক ডেইজি আহমেদ, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন প্রমূখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!