ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৮:২৩ পিএম

টাঙ্গাইলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

ছবি বর্তমান বাংলাদেশ

শিক্ষার্থী ঝরে পড়া রোধে দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের সহায়তায় টাঙ্গাইল সদর উপজেলায় শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় সদর উপজেলার হাটিবাড়ী প্রজেক্ট অফিসে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা “লিচ ব্রুক”-এর অর্থায়নে সেডিপ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেডিপ প্রকল্পের অধীনে গঠিত নারী ও কৃষক এসোসিয়েশনের মোট ৪৯ জন দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীর মাঝে প্রতিজনকে একটি স্কুল ব্যাগ, একটি জ্যামিতি বক্স, পাঁচটি অঙ্ক খাতা, ছয়টি কলম এবং নগদ ৫০০ টাকা করে শিক্ষা সহায়ক উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুল আহসান, সেডিপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী এবং এমএফপি ম্যানেজার মোঃ এরশাদুন্নবী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার (কৃষি) মোঃ মনিরুল ইসলাম, সহকারী হিসাবরক্ষক শেখর মিত্র বড়ুয়া, প্রোগ্রাম অফিসার (ইন্সটিটিউশন বিল্ডিং) মোঃ সুরুজ মিয়া, মোঃ শফিকুল ইসলাম ও এসডব্লিউ মোছাঃ হ্যাপী আক্তারসহ বাংলা-জার্মান সম্প্রীতির অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিলে তারা শিক্ষা জীবনে আরও এগিয়ে যেতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

বর্তমান বাংলাদেশ

Link copied!