ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজারে ভাই হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৬:৫৫ পিএম

মৌলভীবাজারে ভাই হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ছবি: বর্তমান বাংলাদেশ।

ভাই হত্যার আসামিদের জামিনে মুক্তির পর ধারাবাহিক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর গ্রামের মোঃ কয়েছ মিয়া।
সোমবার (২৮ অক্টোবর ২০২৫) সন্ধায় মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকার জুলিয়া শপিং কমপ্লেক্সের কাওরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
তিনি বলেন, “আমার ভাই পারভেজ মিয়াকে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার ঘটনায় মামলা হলেও আসামিরা জেল খেটে জামিনে বের হয়ে এসে আমাদের পরিবারের ওপর একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। পুলিশ প্রশাসন ঘটনাগুলোর সত্যতা যাচাই না করেই আমাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করছে।
কয়েছ মিয়া অভিযোগ করে আরও বলেন, “হত্যা মামলার আসামিরা এলাকায় ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা দা, ছুরি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে এবং পরিবারের সদস্যদের মারধর করেছে। এমনকি আমার মা, বোন ও ছেলেকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”
তিনি বলেন, “সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আমাকে বিনা অপরাধে ধরে নিয়ে ৫১ ধারায় চালান দেয়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে মোঃ কয়েছ মিয়া প্রশাসনের নিকট হত্যাকাণ্ডের সঠিক তদন্ত, ন্যায়বিচার ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!