ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধন

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর)

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৭:০৯ পিএম

বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধন

ছবি বর্তমান বাংলাদেশ

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি)। উক্ত খেলায় অংশগ্রহণ করে লক্ষ্মীপুর জেলার ১০ দল।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে জেলা স্টেডিয়াম মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী ম্যাচে খেলে রামগতি উপজেলা বনাম চন্দ্রগঞ্জ থানা একাদশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আক্তার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা, রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমজাদ হোসেন, ক্রীড়া সংগঠক মইন উদ্দিন চৌধুরী কামরু, ক্রীড়া সংগঠক আব্দুর রব শামীম, সিনিয়র সাংবাদিক আ.হ.ম মোস্তাকুর রহমান ও সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

বর্তমান বাংলাদেশ

Link copied!