ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১০:১২ পিএম

মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জপ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা  সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নানা মতামত তুলে ধরা হয়েছে।

আজ বুধবার  (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা খাতুন।

সভায় বক্তব্য রাখেন মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. অলক কান্তি সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এসএম সারোয়ার খোকন, মোঃ কামরুল ইসলাম রতন, হাফিজুর রহমান চয়ন।

সভায় উপজেলার হাছলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মব সৃষ্টি করে অবরুদ্ধ করা ও তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে দদবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন, আইনশৃঙ্খলা ও মাদকের বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। কেউ তথ্য পেলে সরাসরি বা মোবাইলের মাধ্যমে আমাকে জানাতে পারেন। মোহনগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করব।

তিনি আরও বলেন,যানজট নিরসন ও খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। হাছলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তে যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তাহলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় তিনি পৌরসভার সিসি ক্যামেরা স্থাপন ও উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন এবং পৌর কর্মচারীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া তিনি জানান, যানজট নিরসনে শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে যৌথ বৈঠক করে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে।
চুরি, ছিনতাই ও মাদকবিরোধী কার্যক্রমে আরও তৎপরতা বাড়ানোর আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন।

বর্তমান বাংলাদেশ

Link copied!