খুলনায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে, কোনোভাবেই তাদের বাগে আনা যাচ্ছে না। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল তিনটার দিকে খুলনা শহরের শিববাড়ি এলাকায় ফজিলা মেডিকেল হল নামে একটি ঔষুধ প্রকাশ্যে একদল সন্ত্রাসী হামলা চালায়। প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দুর্বৃত্তচক্র এ হামলায় অংশ নেয়। হামলার সময় এলাকায় চরম বিশৃঙ্খলা ও ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়।
অনুসন্ধানে জানা গেছে, হামলার নেতৃত্বে ছিলেন শাকিল নামে এক ব্যক্তি। এ বিষয়ে শাকিল বলেন, “আমার বড় বোন মেরির সঙ্গে মালিকানা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।”
তবে অনুসন্ধানে জানা যায়, শাকিল নামে মেরির কোন ভাই নেই। এ নিয়ে মেরিকে একাধিকবার কল দিলে সে রিসিভ করেনি।
ঘটনাটির পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে এ ধরনের হামলা আরও বৃদ্ধি পেতে পারে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বলেন, সন্ত্রাসী যে ই হউক কেউ ছাড় পাবে না। সবাই আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আহবান জানাচ্ছি।
সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, অভিযোগ সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।

আপনার মতামত লিখুন :