ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

মোহনগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৯:২০ পিএম

মোহনগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি বর্তমান বাংলাদেশ

ছবি- গ্রেপ্তার রেনু পাঠান

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (১ নভেম্বর) রাতে মোহনগঞ্জ পৌরসভার উপজেলা পরিষদ চত্বরের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. শাহীন খান পাঠান ওরফে রেনু পাঠান (৫০)। তিনি উপজেলার টেংগাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন পাঠানের ছেলে।

মোহনগঞ্জ থানার এসআই মো. মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় শাহীন খান পাঠানের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রেনু পাঠানের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম  বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!