ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ঝালকাঠিতে ট্রাকের চাপায় পথচারি নিহত, আহত -১, ট্রাক আটক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৫:২১ পিএম

ঝালকাঠিতে ট্রাকের চাপায় পথচারি নিহত, আহত -১, ট্রাক আটক

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ট্রাক চাপায় পথচারি মো. আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. কবির হোসেন (৫৮)।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানসিঁড়ি ইউপির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আলম ও কবির হোসেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মো. কবির হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আলম মৃত ফজলে আলীর ছেলে। তার বাড়ি ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকায়। আহত কবির হোসেন মৃত মোসলেম আলীর ছেলে। তিনি ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার বাসিন্দা। নিহত আলমের মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ট্রাক চাপায় একজন নিহত এবং একজন আহতের ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে।  তবে চালক পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!