বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নওগাঁর মান্দায় লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য,মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ মতীনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিএনপির দৃষ্টিভঙ্গি ও ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
এ সময় এম এ মতীন বলেন,“দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একমাত্র রোডম্যাপ।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এ.কে.এম. নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডি.এম. মালেক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল হালিম দুলাল প্রমুখ।
এছাড়া কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুজ্জামান সোহান, কসব ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম সরদার, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ জামাল হক, সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় ছিল প্রাণচাঞ্চল্য।

আপনার মতামত লিখুন :