ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৭:০৩ পিএম

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন

ছবি বর্তমান বাংলাদেশ

মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয়েছে। শনিবার ৮ নভেম্বর রেডিওলজি বিভাগের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস। এছাড়া সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক, রেডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. উবায়দুল ইসলাম বাপ্পীসহ চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্সিং কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
বক্তারা বলেন, ১৮৯৫ সালের ৮ নভেম্বর জার্মান বিজ্ঞানী উইলিয়াম কনরাড রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের নতুন দিক উন্মোচন করে। পরবর্তীতে আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআই যুক্ত হওয়ায় চিকিৎসা আরও নির্ভুল ও রেডিওলজি–নির্ভর হয়ে ওঠে।

বর্তমান বাংলাদেশ

Link copied!