ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

ব্রামার ভোটে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নিরঙ্কুশ জয় : সভাপতি আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৮:২২ এএম

ব্রামার ভোটে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নিরঙ্কুশ জয় : সভাপতি আনোয়ারুল ইসলাম

ছবি বর্তমান বাংলাদেশ

বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন (ব্রামা)-এর বহুল প্রতীক্ষিত নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত এই বাণিজ্যিক সংগঠনের নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি পদে জহিরুল ইসলাম খান ও মো. মাঈণ উদ্দিনসহ নিরঙ্কুশ জয় পেয়েছে আনোয়ারুল ইসলাম নেতৃত্বাধীন  সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কাম কমিউনিটি সেন্টার, মতিঝিল, এ.জি.বি. সরকারি কলোনি, ঢাকা–১০০০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটারদের উপস্থিতি ছিল প্রাণবন্ত। ভোট অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়,  সভাপতি পদে ভোট মোট ভোটের ৬৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমমনা ঐক্য পরিষদের আকরাম হোসেন ববি  পেয়েছেন ২৬ শতাংশ ভোট।

নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়— সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, সমমনা পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী পরিষদ। এর মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ বিপুল ব্যবধানে এগিয়ে থেকে প্রায় সব পদে জয় পায়।

জয়ের পর নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, “এই জয় শুধু একটি পরিষদের নয়, এটি ব্রামার গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সদস্যদের অধিকার রক্ষা ও সংগঠনের সুনাম পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করব।”

 

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সংগঠনের স্থবিরতা দূরীকরণ ও গণতান্ত্রিক কাঠামো পুনরুদ্ধারের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, আজকের এই নির্বাচনের মাধ্যমে তা সফল পরিণতি পেয়েছে।

নির্বাচনটি অনুষ্ঠিত হয় বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, সম্পূর্ণ স্বচ্ছতা, শৃঙ্খলা ও ন্যায়পরায়ণতার সঙ্গে।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদ জানিয়েছে, তারা এখন সংগঠনের ঐক্য, জবাবদিহিতা ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করবে, যাতে ব্রামা দেশের ব্যবসায়ী সমাজের আস্থার প্রতীক হিসেবে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!