ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৮:১৬ এএম

চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

ছবি বর্তমান বাংলাদেশ

নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. আব্দুল মান্নানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ফি, শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল ও উন্নয়ন প্রকল্পের বিপুল অঙ্কের অর্থ তছরুপের প্রাথমিক প্রমাণ মেলায় শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষ নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করে। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত ও শুরু হয়েছে।
অভিযোগে বলা হয়, অধ্যক্ষ নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে কলেজের আর্থিক ব্যবস্থাপনায় একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভুয়া বিল-ভাউচার তৈরি ও নানা অনিয়মের মাধ্যমে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ করেন। উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ কোনো কাজ না করেই তোলা হয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় চকউলী এলাকা ও মান্দা উপজেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজ দ্রুত তদন্ত শেষ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বর্তমান সভাপতি মো. আব্দুল মান্নান জানান, “আমি সভাপতি হওয়ার পর থেকে নজরুল ইসলাম বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন। গত ২৯ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১৩৭৭২৫৭৬) থেকে আমাকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি চাকরিতে সমস্যা তৈরি করা ও পরিবারকে ক্ষতি করার কথাও বলেন। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এবিষয়ে জানতে চাইলে বরখাস্তকৃত অধ্যক্ষ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন,“সব অভিযোগই ভিত্তিহীন। আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে।”

বর্তমান বাংলাদেশ

Link copied!