ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

গাজীপুরে তৃণমূলের কাঠগড়ায়: মির্জাপুরে আতাউর রহমান মোল্লার ব্যতিক্রমধর্মী গণসংলাপ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৭:১৯ পিএম

গাজীপুরে তৃণমূলের কাঠগড়ায়: মির্জাপুরে আতাউর রহমান মোল্লার ব্যতিক্রমধর্মী গণসংলাপ

ছবি বর্তমান বাংলাদেশ

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড মির্জাপুর পূর্ব পাড়া (তালহা গেইট) এলাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী গণসংলাপ অনুষ্ঠান ‘তৃণমূলের কাঠগড়ায়’। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় জনগণ সরাসরি মুখোমুখি হন রাজনৈতিক জনবান্ধন নেতার সঙ্গে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এমারাত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক সিনহা, শরিফুল ইসলাম, মনজুরুল ইসলাম, সোহেল, ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংলাপে সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ, মতামত ও প্রত্যাশা তুলে ধরেন আতাউর রহমান মোল্লার কাছে। এতে অংশগ্রহণকারীরা বলেন, আতাউর রহমান মোল্লা অতীতেও জনগণের সুখ-দুঃখে পাশে ছিলেন, এখনও আছেন। তিনি কেবল রাজনৈতিক নেতা নন, একজন জনবান্ধব ও মানুষের হৃদয়ের প্রতিনিধি।
অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। রাজনৈতিক নেতাদের সঙ্গে তৃণমূল জনগণের এমন সরাসরি যোগাযোগকে অনেকেই গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে আতাউর রহমান মোল্লার মতো একজন জনবান্ধব নেতাকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

বর্তমান বাংলাদেশ

Link copied!