ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

গফরগাঁওয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল প্রয়াত বিএনপির নেতা নাজমুল হকের বাড়ি ও আসবাবপত্র

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৬:১১ পিএম

গফরগাঁওয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল প্রয়াত বিএনপির নেতা নাজমুল হকের বাড়ি ও আসবাবপত্র

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ি, আসবাবসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। শুক্রবার ভোর রাতে যশরা ইউনিয়নের ভারইল গ্রামের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ‎

‎‎এলাকাবাসী জানায়, শুক্রবার ভোরে আগুন দেখে ফায়ারসার্ভিসে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে অগ্নিনির্বাপক দল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় বাড়িতে কেউ ছিলনা বলে অগ্নিকান্ডের ঘটনা জানতে পারেনি কেউ।

‎পরিবার সূত্রে জানা যায়, বাড়িটিতে বিএনপির পুরোনো কমিটির গুরুত্বপূর্ণ নথি, রাজনৈতিক সংগ্রামের স্মৃতি ও ঐতিহাসিক দলীয় ডকুমেন্টস সংরক্ষিত ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্র থেকে গৃহস্থালি কোনো কিছুই রক্ষা পায়নি।

‎‎ঘটনার পরপরই  ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ঘটনাস্থলে যান। ‘

এ দুই নেতা বলেন, বিএনপির ইতিহাস মুছে ফেলার পরিকল্পিত হামলা এটি। এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

‎‎প্রয়াত নাজমুল হকের বড় ছেলে,গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন,আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ছোট ছেলে নাদিমুল হক বলেন,আমরা শুধু একটি ঘর হারাইনি, হারিয়েছি বিএনপির রাজনৈতিক সংগ্রামের দলিল। এটি  নিছক আগুনের ঘটনা নয়, এটি বিএনপির অস্তিত্বের উপর আঘাত।

‎পৌর বিএনপির সাবেক আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য, ফজলুল হক বলেন, এটা পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ। আইনশৃঙ্খলা বাহিনী  দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিবেন।

‎গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন , ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে। এদিকে এঘটনায় স্থানীয়ভাবে অসন্তোষ ও দলীয় উত্তেজনা বিরাজ করছে।

 


 

 

বর্তমান বাংলাদেশ

Link copied!