ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

দাপটের সঙ্গে দায়িত্ব পালন চেয়ারম্যান রুবেল: জনমনে তোলপাড় সৃষ্টি

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০১:২৯ পিএম

দাপটের সঙ্গে দায়িত্ব পালন চেয়ারম্যান রুবেল: জনমনে তোলপাড় সৃষ্টি

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার স্বৈরাচার সরকারের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪টি মামলায় আসামী চেয়ারম্যান রুবেল উদ্দিন আবারও সদর উপজেলার কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়ীত্ব পালন করে যাচ্ছেন দাপটের সাথে। এ বিষয় নিয়ে জনমনে চলছে তোলপাড়। ফলে সঠিক ও নিয়মিত সেবা গ্রহীতারা পচ্ছেননা ইউনিয়ন জনগন। এই ব্যাপারে প্রশাসনের নেই কোন মাথা ব্যথা। প্রশাসন না জানার ভান করছে। দায় চাপাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের। চেয়ারম্যান হিসাবে ব্যবহৃত সরকারী মোবাইল সীম বন্ধ। ইউনিয়ন অফিসের চেয়ারে সব সময় বসেননা তিনি। তিনি ব্যবহার করছেন লন্ডনের একটি নাম্বার। তার ফোন রিসিভ করার দায়ীত্ব পালন করেন ব্যক্তিগত এক সহকারী। তার প্রয়োজনীয় কোন ব্যক্তির ফোন কল হলে ব্যক্তিগত সহকারী ফোন তার হাতে দেন। নতুবা এটা চেয়ারম্যানের ফোন নয় বলে রেখে দেন। 
জানা যায়, জুলাই ২৪-এর আন্দোলনের পর ৪ আগস্ট অস্ত্র হাতে ছাত্র জনতাকে হামলার অভিযোগে রুবেল উদ্দিন অভিযুক্ত হন। স্বৈরাচার সরকার পতনের পর তার বিরুদ্ধে চারটি মামলা হয়। তিনি আত্মগোপনে গেলেও পুলিশের হাতে ধরা পড়েন। দীর্ঘদিন জেল খাটার পর হাইকোর্ট থেকে জামিন পান। তবে জামিনে মুক্তির পর ডিবি পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে জেলগেটের দেয়াল টপকে পালানোর ঘটনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ঘটনার সত্যতা স্বীকার করে।
কিছুদিন আত্মগোপনের পর নানা কৌশলে আবারও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বসেন রুবেল উদ্দিন। বর্তমানে তিনি প্রশাসনিক কাজে স্বাক্ষর দিচ্ছেন, তবে সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে যাচ্ছেন। 
এলাকাবাসীর প্রশ্ন, এই চেয়ারম্যান কখন জনগণের সেবা দেবেন। জনশ্রুতি রয়েছে, প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই তিনি পদ ধরে রেখেছেন। অন্য ইউনিয়নে দোসর চেয়ারম্যানদের স্থলে ভারপ্রাপ্ত বা প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করলেও কনকপুরে রুবেল উদ্দিন নিজেই চেয়ারম্যান পদে রয়েছেন। জনমনে প্রশ্ন থাকলেও প্রশাসনের নীরবতা রহস্যজনকভাবে অটুট আছে।
মৌলভীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাপ্পী বলেন রুবেল মিয়া ৪ আগষ্ট আন্দোলনের উপর হামলা করি। এটার পর সে ইউনিয়ন চেয়ারম্যান দায়িত্ব পালন করবে এটা ত এক ধরনের ধৃষ্টতা, প্রশাসনের দুর্বলতা। মামলা আছিল কিন্তু চেয়ারম্যান রুবেল উদ্দিন জামিন পেয়ে গেছে। যারা আওয়ামীলীগের হয়ে আমাদের উপর হামলা করেন,তারা আবার জামিন পেয়ে যায় এটা একটা আমাদের কষ্টের জায়গা।
৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদের সচিব দীপক চন্দ্র দেব বলেন চেয়ারম্যান নিয়মিত অফিস করে যাচ্ছেন। প্রায় সাড়ে তিন মাস ধরে। চেয়ারম্যান রুবেল উদ্দিন অফিসে বসে নিয়মিত স্বাক্ষর দিয়ে যাচ্ছেন।  
৮নং করকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন সঙ্গে, সরকারি নম্বরে যোগাযোগ করতে চাইলে, ফোন বন্ধ পাওয়া যায়।  
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো: মাহবুবুর রহমান বলেন, চেয়ারম্যান রুবেল উদ্দিন নামে কোনো, ওয়ারেন্ট পেন্ডিং নেই। জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মৌলভীবাজার ৮ নং কনকপুর এর চেয়ারম্যান রুবেল উদ্দিনের বিষয় আর কিছু জানান না ।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন,এটা আমাকে খুঁজ নিতে হবে। এ বিষয়ে  আমি জেনে বলতে পারব। চেয়ারম্যান রুবেল উদ্দিন দ্বায়িত্ব পালন করছে কি না। 

বর্তমান বাংলাদেশ

Link copied!