মেয়াদোত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল ঔষধ মজুদ ও বিক্রির জন্য ঔষধ এবং কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ) এবং ৪০ (গ) ধারায় চার ঔষধের দোকানের মালিক কে মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২০ অক্টোবর) বিকালে ত্রিশাল পৌর বাজারের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
তিনি জানান, অভিযান চলাকালীন মেয়াদোত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল ঔষধ মজুদ ও বিক্রির জন্য ঔষধ এবং কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ) এবং ৪০ (গ) ধারায় ড্রাগ সুপার ময়মনসিংহ অভিযোগ দায়ের করেন।
তারই প্রেক্ষিতে অভিযোগ আমলে নিয়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর আওতায় চারটি ঔষধের দোকান মালিককে ৪টি মামলায় মোট বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এসময় ত্রিশাল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
আপনার মতামত লিখুন :