ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪

নীলফামারীতে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় করলেন ছাত্রশিবির

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০২:০৯ এএম

নীলফামারীতে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় করলেন ছাত্রশিবির

ছবি-বর্তমান বাংলাদেশ।

নীলফামারীতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা ও শহর শাখা। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টার দিকে নীলফামারী এশিয়ান টেস্ট হোটেল এন্ড রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নীলফামারী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজমুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন  শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম। 

এ সময় তিনি বলেন, আমরা আমাদের পছন্দমত দল বা সংগঠন করি। এটা আমাদের গনতান্ত্রিক অধিকার। কিন্তু দেশের প্রশ্নে; স্বাধীনতা রক্ষার প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। এ আন্দোলন আমাদের সমন্বিত ঐক্যের আন্দোলন। এ আন্দোলন যেন কোনো ভাবে ব্যহত না হয় সে ব্যাপারে আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে। আমরা যেভাবে জুলাই বিপ্লবে দেশ ও জাতির প্রশ্নে ঐক্য ছিলাম এভাবে যদি সামনেও ভূমিকা পালন করতে পারি তাহলে আর কোনো নতুন ফ্যাসিস্ট এ দেশে কায়েম হতে পারবে না।

অর্জিত বিপ্লবকে সমুন্নত রাখতে উপস্থিত সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ বক্তব্য ও মতামত তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্রশিবিরের এমন আয়োজনে অংশ নিতে পেরে ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানান। আগত ছাত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ স্থানীয় ও জাতীয় ইস্যুর সকল আন্দোলন পরস্পর পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে আশা ব্যক্ত করে।

উক্ত সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!