ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পৌর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে নাসের রহমানের সৌজন্য সাক্ষাৎ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১২:০৭ পিএম

পৌর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে নাসের রহমানের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত বড়লেখা পৌর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজারের বাগান বাড়িতে  এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে নবনির্বাচিত পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এম নাসের রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তারা জানান, নতুন কমিটির নেতৃত্বে বড়লেখা পৌর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় এম নাসের রহমান নবগঠিত পৌর বিএনপির নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিএনপি একটি ঐক্যবদ্ধ শক্তি। তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রকৃত চালিকাশক্তি। নবনির্বাচিত এই কমিটি যদি আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করে তবে আগামী দিনে বড়লেখায় বিএনপি আরও শক্ত ভিত্তি গড়ে তুলবে।”
তিনি দলীয় নেতাদের প্রতি জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকা এবং গণমানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার জেলায় বিএনপি সাংগঠনিক পুনর্গঠনে মনোযোগী হয়েছে।
পৌর ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্বে কমিটি গঠন সেই কৌশলেরই অংশ। 
নাসের রহমানের সঙ্গে নবনির্বাচিত নেতাদের এই সাক্ষাতকে তাই স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে

বর্তমান বাংলাদেশ

Link copied!