ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

রাণীনগরের করজগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতির দায়িত্ব গ্রহণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:৩৬ পিএম

রাণীনগরের করজগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতির দায়িত্ব গ্রহণ

ছবি: বর্তমান বাংলাদেশ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী মুরাদ হোসেন (সেলিম চৌধুরী)। গত ২০ জুলাই রাণীনগর উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেনকে সভাপতি করে চার সদস্যের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন রাজশাহী শিক্ষা বোর্ড।

রবিবার বিদ্যালয়ের শিক্ষক, সুধীজন ও সাংবাদিকদের অংশগ্রহণে এক পরিচিতি সভার মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এ সময় শিক্ষক, সুধীজন ও সাংবাদিকরা বিদ্যালয়টির আরো উন্নয়নকল্পে করনীয় বিষয়ে মতামত প্রদান করেন। বিশেষ করে বিদ্যালয়কে কিভাবে আরো শিক্ষাবান্ধব করা যায়, শ্রেণিকক্ষ সংকট দূর করে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করে অত্র অঞ্চলে বিদ্যালয়ের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করতে সবাই একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির নয়া সভাপতি চৌধুরী মুরাদ হোসেন বলেন, করজগ্রামের চৌধুরী পরিবারই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে। এক সময়ের অবহেলিত এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতেই মূলত এই বিদ্যালয়টি ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করা হয়। বিগত সময়ে নানা জটিলতার কারণে এবং সঠিক নেতৃত্বের অভাবে বিদ্যালয়টি তার কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এবার বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের গঠনমূলক সার্বিক সহযোগিতা নিয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যাপিঠ হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!