ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করলেন বিএনপি নেতা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:১৫ পিএম

স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করলেন বিএনপি নেতা

ছবি: বর্তমান বাংলাদেশ।

নওগাঁর রাণীনগরে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বিএনপি নেতা রাসেল সরকারের সার্বিক সহযোগিতায় এই মানববন্ধনে একাধিক স্কুলের শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এসে দাঁড় করানো হয়। দাঁড় করানো হয় শিক্ষকদেরও। এক্ষেত্রে নেওয়া হয়নি সংশ্লিষ্ট কারো অনুমতি।

রাসেল সরকার উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক।

বিষয়টি অবগত নন বলে সোমবার ৮ সেপ্টেম্বর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই শিক্ষা অফিসার।

এর আগে গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর উপজেলার মিরাট ইউনিয়নবাসীর ব্যানারে বিল মুনসুর এলাকায় সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয় বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।

তবে শিক্ষক ও আয়োজকরা বলছেন সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৯ টা পর্যন্ত মানববন্ধন চলে।

তবে যখনই হোক সংশ্লিষ্টদের অনুমতি ছাড়া মানববন্ধনে শিক্ষার্থীদের দাঁড় করানো ঠিক হয়নি বলে মন্তব্য অনেকের।

মানববন্ধনে উপস্থিত ছিল উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার, মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মিরাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সদস্য টিপু সুলতান। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য আজাহার আলী, মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন, মিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম মানিকসহ স্থানীয় কিছু লোকজন।

জানা গেছে, রাণীনগর উপজেলার জামালগঞ্জ বাজার থেকে মিরাটের বিল মুনসুরের মধ্যে দিয়ে বয়ে গেছে পার্শ্ববতী সদর উপজেলার শৈলগাছী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা। এরমধ্যে হরিশপুর-মিরাট ও নয়াহরিশপুর ৪ কিলোমিটার রাস্তা মাটির কাচা। শুষ্ক মৌসুমে রাস্তা দিয়ে চলাচলা করা গেলেও বর্ষা মৌসুমে এই রাস্তায় পানি ও কাঁদায় একাকার হয়ে যায়। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার কয়েকটি গ্রামের মানুষের। যার কারণে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুঠোফোনে কালবেলাকে বলেন, সাড়ে ৮ থেকে সাড়ে ৯ টা পর্যন্ত মানববন্ধনে থাকা হয়েছিল, এরপর শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে চলে আসা হয়েছে। তবে রাস্তার চরম সমস্যা হওয়ায় এলাকার বিএনপির নেতৃবৃন্দ বলার কারণে কিছু সময়ের জন্য ২০-৩০ জন শিক্ষার্থীকে নিয়ে উপস্থিত ছিলাম।

জানতে চাইলে মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন মুঠোফোনে বলেন, আমি ৫০ জনের মতো বড় বড় শিক্ষার্থীদের নিয়ে ৮ টার সময় গিয়েছিলাম। এরপর ক্লাস শুরুর আগেই চলে এসেছি। এতো আগে কেন নিয়ে এসেছেন এমন প্রশ্নে তিনি বলেন, তাদের বাড়ি কাছে হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। আপনি বক্তব্য দিয়েছেন ও ১০টা পর্যন্ত ছিলেন এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। আর সংশ্লিষ্ট কারো অনুমতি নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, সভাপতি আনোয়ার হোসেন বিষয়টি অবগত আছেন।

মিরাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন মুঠোফোন বলেন, রাস্তার ভয়াবহ অবস্থায় চলাচলে দুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়ছিল। তবে মানবিক দিক বিবেচনা করে বিষয়টির জন্য অনুরোধ  জানালেন তিনি।

ফোন দিয়ে পরিচয় জানতে চান মানববন্ধনের উদ্যোক্তা রাসেল সরকার। তিনি নিজের পরিচয় তুলে ধরে জানতে চাইলেন শিক্ষককে কেন ফোন দিয়েছিলাম। তিনি মুঠোফোনে বলেন, যুগ যুগ ধরে এই এলাকার কোন উন্নতি নেই। রাস্তায় চলাচলে চরম সমস্যা। এই ইউনিয়ন আমাদের, সমস্যাও আমাদের, তাই নেতৃবৃন্দ মিলে স্থানীয় ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করা হয়েছে। আমি নিজে ভ্যান ভাড়া দিয়ে এনেছি। এবং পাঠিয়ে দিয়েছি। শিক্ষা অফিসারের অনুমতি না নিলেও মৌখিকভাবে ইউএনও ও থানার ওসিকে বিষয়টি জানিয়েছি।

রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাদুরুজ্জামান মুঠোফোনে বলেন বিষয়টি আমি অবগত না। তারা মানববন্ধনে উপস্থিত হতে পারে কিনা এটা আমার জানা নেই। তার স্কুল টাইমে নিয়ম নেই।

বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অতিরিক্ত দায়িত্বে রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম মুঠোফোনে বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম। আমাকে কেউ অবগত করেনি। আর স্কুল টাইমে প্রশ্নই আসে না। 

বর্তমান বাংলাদেশ

Link copied!