ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৪:২৪ পিএম

কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি বর্তমান বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ, সার বিতরণের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।

২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে শীতকালীন সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের শাকসবজির বীজ-সার ও বীজ সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়েছে। বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন সবজি চাষে বীজ সহায়তা বাবদ ২২৫ জন এর প্রত্যেকে ৯ ধরনের প্যাকেট এবং মাঠে চাষযোগ্য শীতকালীন শাক-সবজি আবাদের জন্য ৪৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকে ২০ শতাংশ জমির জন্য ৪ ধরনের প্যাকেটে বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হবে।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হবে।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রাপ্ত প্রণোদনার সদ্ব্যবহার করে ফসল উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জনে ভূমিকা রাখতে আহ্বান জানান।

উপজেলা কৃষিকর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল্লাহ, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুন্নেছা পাপড়ি, কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শাহারিয়ার সিফাত, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবুল বশার জোমাদ্দার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারবুন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও কৃষান-কৃষানীরা।

বর্তমান বাংলাদেশ

Link copied!