ঝালকাঠির রাজাপুরে “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পূর্ব রাজাপুর এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং যথাযথ ভাবে হাত ধোয়ার কৌশল শেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারহানা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতার হোসেন, সহকারী শিক্ষা অফিসার রিয়াজ আহসান, টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বাচু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা নাসরিন।
বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। শিশুদের ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তুলতে হবে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপনে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :